1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঢাকা ঘোষণায় ঐক্যবদ্ধভাবে পরিবেশ রক্ষার অঙ্গীকার

হারুন উর রশীদ স্বপন৩ জুলাই ২০০৮

ঢাকায় চলছে জলবায়ু পরিবর্তন রোধে করণীয় নিয়ে সার্ক দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক৷ বৃহষ্পতিবার বৈঠকের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ৷

https://p.dw.com/p/EVwI
বৈঠক সভাপতিত্ব করেন রাজা দেবাশীষ রায় (ফাইল ফটো)ছবি: privat

বৈঠকে সার্ক এর পরিবেশ ও জলবায়ু মন্ত্রীরা দক্ষিণ এশিয়ায় সুনামি, সিডর ও নার্গিসের মত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রচষ্টার কথা বলেন৷ তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলের মানুষ আরও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ার আশংকা রয়েছে৷

প্রধান উপদেষ্টা বলেন, উন্নত দেশগুলো শক্তি ও ক্ষমতা অর্জনের জন্য পরিবেশের ব্যপক ক্ষতি করছে৷ যার প্রভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে৷ আর এর শিকার হচ্ছে দক্ষিণ এশিয়াসহ তৃতীয় বিশ্বের মানুষ৷ ফসলের ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটছে৷ তিনি সম্মিলিতভাবে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে উন্নত বিশ্বের ওপর চাপ প্রয়োগের আহবান জানান৷

তিনি বলেন, দূষণ কমাতে উন্নত বিশ্বকে নিঃশর্ত অঙ্গীকার করতে হবে৷ নয়তো ভূ-প্রাকৃতিক গঠন পাল্টে যাবে৷ দরিদ্র মানুষ আরও দরিদ্র হবে৷ খাদ্য সংকট বাড়বে৷

প্রধান উপদেষ্টা আরো বলেন, উন্নত দেশগুলোকে দ্বিতীয়বারের মত নির্ধারিত সময়ে গ্রীন হাউজ গ্যাস নির্গমন বন্ধে ব্যবস্থা নিতে হবে৷ পরিবেশের বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতা এবং আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিতে হবে৷ তিনি এ ব্যপারে মোট ৫টি প্রস্তাব পেশ করেন সম্মেলনে৷

রাজা দেবাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে সার্ক মন্ত্রীরা পরিবেশের ওপর বিরুপ প্রভাব মোকাবেলায় একটি যৌথ সনদ তৈরি করেন৷