1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিপাইমুখ বাঁধ নিয়ে বিচলিত নন পানি প্রতিমন্ত্রী

২১ নভেম্বর ২০১১

বাংলাদেশের পানিসম্পদ প্রতিমন্ত্রী মনে করেন টিপাইমুখ বাঁধ নির্মাণ ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ এ নিয়ে সরকারের কিছু করণীয় নেই৷ তবে বিশ্লেষকরা বলছেন অভিন্ন নদীতে কোন স্থাপনা করতে হলে তা আলোচনার ভিত্তিতেই করতে হবে৷

https://p.dw.com/p/13Dzy
Kaptai Lake of Bangladesh, one and the bigest man made lake in Bangladesh. Located in Rangamati hill district. Kaptai Lake is a man-made lake in south-eastern Bangladesh. It is located in the Kaptai Upazila of Rangamati District of Chittagong Division. The lake was created as a result of building the Kaptai Dam on the Karnaphuli River, as part of the Karnaphuli Hydro-electric project. The Kaptai Lake's average depth is 100 feet (30 m) and maximum depth is 495 feet (151 m).
'অভিন্ন নদীতে কোন স্থাপনা করতে হলে তা আলোচনার ভিত্তিতেই করতে হবে"ছবি: DW

ভারতের টিপাই মুখ বাঁধ নির্মাণ কাজের প্রস্তুতির খবরে বাংলাদেশের সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলেও পানিসম্পদ প্রতিমন্ত্রী মহবুবুর রহমান বলেছেন, এটি ভারতের অভ্যন্তরীন বিষয়৷ এনিয়ে সরকারের কিছু করণীয় নেই৷ আর বিষয়টি অভ্যন্তরীন হোক আর নাই হোক এ বিষয়ে যদি কোন কথা বলার থাকে তা পররাষ্ট্র মন্ত্রনালয় বলবে৷ পানিসম্পদ মন্ত্রনালয়ের কোন ভূমিকা নেই বলে মত পানিসম্পদ প্রতিমন্ত্রীর৷

তবে আন্তর্জাতিক নদী এবং পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত জানান অভিন্ন নদীতে কোন বাঁধ বা স্থাপনা নির্মান করতে হলে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে আলাপ আলোচনা দরকার৷ এককভাবে কোন দেশ সিদ্ধান্ত নিতে পারেনা৷ তিনি এক্ষেত্রে অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনার পরামর্শ দেন৷

এদিকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান টিপাইমুখ বাঁধ নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য