1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তীব্র লড়াইয়ে আরিফ, আইরীন, ইমন - শীর্ষে আবু সুফিয়ান

৩০ মার্চ ২০১১

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় আরেকটি বিভাগে শীর্ষে পৌঁছে গেছে একটি বাংলা ব্লগ৷ রিপোটার্স উইদআউট বডার্স ক্যাটেগরিতে শীর্ষে অবস্থান করছে আবু সুফিয়ান এর ব্লগ৷ তাঁর পক্ষে এখন পর্যন্ত ভোট পড়েছে ২৯ শতাংশ৷

https://p.dw.com/p/10juh

এর আগে মানবাধিকার বিভাগে শীর্ষে পৌঁছে যায় আদিবাসী বাংলা ব্লগ৷ তবে, এই অনলাইন ভোটাভুটি চলবে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত৷ তাই, শেষ অবধি তাদেরকে শীর্ষ অবস্থান ধরে রাখতে হবে৷

এদিকে, প্রতিযোগিতার সেরা বাংলা ব্লগ অংশে লড়াই বেশ জমে উঠেছে৷ ব্লগার ইমন জুবায়ের ক্রমশ উপরের দিকে উঠে আসছেন৷ বুধবার সকাল পর্যন্ত তাঁর পক্ষে ভোট পড়েছে ২১ শতাংশ৷ অন্যদিকে, বেশ কষ্টেই এই বিভাগে এখনো শীর্ষ অবস্থান ধরে রেখেছেন আরিফ জেবতিক৷ তাঁর খুব কাছাকাছি অবস্থানে আছেন ব্লগার আইরীন সুলতানা৷

ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় বাংলা ব্লগারদের এগিয়ে রাখতে চাইলে প্রয়োজন অনেক অনেক ভোট৷ ভোট দিতে ভিজিট করুন: thebobs.com ওয়েবসাইট৷ এরপর সেখানে লগ ইন করুন ফেসবুক বা টুইটার আইডি দিয়ে৷ সাইটটির ‘‘ইন দ্য ক্যাটেগরি'' ঘরে পছন্দের বিভাগ নির্বাচন করুন এবং ‘‘আই ভোট ফর'' ঘরে বাংলা ব্লগারদের খুঁজে নিন৷ ঠিকঠাক বাছাইয়ের পর চেপে দিন ভোট বোতাম৷

Flash-Galerie DW Best of Blog Bengali nominees
রিপোটার্স উইথআউট বডার্স বিভাগে এই মুহূর্তে শীর্ষে আছেন আবু সুফিয়ানছবি: Screenshot

এবারের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় ছয়টি বিশেষ বিভাগে আরো দশটি ভাষার সঙ্গে লড়ছেন বাংলা ব্লগাররা৷ সেরা ব্লগ বিভাগে বেশ কঠিন প্রতিযোগিতার মুখোমুখি ব্লগার সাবরিনা সুলতানা৷ তবে, আশার কথা হচ্ছে সাবরিনা এই বিভাগে দ্বিতীয় অবস্থানে আছেন, তাঁর পক্ষে বুধবার পর্যন্ত ভোট পড়েছে ২৭ শতাংশ৷

এছাড়া ‘বেস্ট ইউজ অফ টেকনোলজি ফর সোশ্যাল গুডস' বিভাগে লড়ছেন মেহেদী হাসান খান৷ ‘বেস্ট সোশ্যাল এক্টিভিজম ক্যাম্পেইন'-এ আছেন অমি রহমান পিয়াল৷ আর বেস্ট ভিডিও চ্যানেল-এ লড়ছেন শাহজাহান সিরাজ৷ তাদেরকে ভোট দেওয়া যাবে ১১ই এপ্রিল পর্যন্ত৷ তাই ভোট দিতে প্রতিদিন মাত্র ৩০ সেকেন্ড সময় ব্যয় করুন, এজন্য ভিজিট করুন: www.thebobs.com ওয়েবসাইট৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী