1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলুন, বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করি

৮ ফেব্রুয়ারি ২০১১

ইন্টারনেটে কেউ তথ্য খুঁজছেন, কিন্তু উইকিপিডিয়া ব্যবহার করেন নি – এমন লোক হয়তো কমই পাওয়া যাবে৷ কিন্তু ১০ বছর আগে যখন উইকিপিডিয়ার জন্ম হয়েছিল তখন তাকে অনেকে ‘পাগলামি’ বলেছিলেন৷

https://p.dw.com/p/10Cfz
জার্মান উইকিপিডিয়ার লোগো

এমনকি এর প্রতিষ্ঠাতাও কল্পনা করতে পারেন নি আজকের এই সাফল্য৷

জিমি ওয়ালেস৷ আজ থেকে প্রায় দশ বছর আগে জন্ম দিয়েছিলেন উইকিপিডিয়ার৷ তখন তিনি স্বপ্নেও ভাবেন নি যে, এটা একদিন উল্লেখযোগ্য ওয়েবসাইটে পরিণত হবে৷

কিছু পরিসংখ্যান দিচ্ছি৷ ইন্টারনেট নিয়ে গবেষণা করে মার্কিন কোম্পানি কমস্কোর৷ তাদের সাম্প্রতিক এক জরিপে বলা হয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন ওয়েবসাইটের মধ্যে উইকিপিডিয়ার অবস্থান পাঁচ নম্বরে৷ আর ‘পিউ' নামে যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান বলছে, ইন্টারনেট ব্যবহারকারী প্রতি দুজন অ্যামেরিকানের একজন উইকিপিডিয়া ব্যবহার করে থাকেন৷

কিন্তু কী এই উইকিপিডিয়া? সহজ কথায় এটি একটি এনসাইক্লোপেডিয়া বা বিশ্বকোষ৷ অর্থাৎ জগতের মোটামুটি সবকিছু সম্পর্কেই তথ্য রয়েছে সেখানে৷

আমরা অনেকেই ‘এনসাইক্লোপেডিয়া-ব্রিটানিকা' সম্পর্কে জানি৷ যেটাকে সর্বজন বিদিত বিশ্বকোষ বলে ধরা হয়৷ এর সঙ্গে উইকিপিডিয়ার পার্থক্য হচ্ছে, ব্রিটানিকা পাওয়া যায় বই আকারে৷ আর উইকিপিডিয়া অনলাইনে৷ তবে সবচেয়ে বড় পার্থক্যটি হলো, যে কেউ এই বিশ্বকোষে লিখতে বা লেখা সম্পাদনা করতে পারে৷ এমনকি আপনিও!

আর এখানেই অনেকের আপত্তি৷ তাদের ধারণা, যেহেতু যে কেউ লেখা পরিবর্তন করতে পারে তাই সেখানকার তথ্যগুলো সঠিক না হবারই কথা৷ এই দলের একজন হলেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি বিষয়ক সাংবাদিক এডওয়ার্ড অপূর্ব সিংহ৷ তিনি বলছেন, ‘‘উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা তথ্যগুলো সব ঠিক কি না, সেটা নিয়ে সবসময় আমার মনে সন্দেহ থাকে৷''

কিন্তু এডওয়ার্ডের মত ব্যবহারকারীদের আশ্বস্ত করার মত তথ্য দিয়েছে ‘নেচার' নামের একটি বিখ্যাত ম্যাগাজিন৷ তারা ২০০৬ সালে এ বিষয়ে একটি জরিপ করেছিল৷ সেসময় তারা দেখতে পান উইকিপিডিয়ার তথ্যগুলোর মান ‘আশ্চর্যজনকভাবে ভাল' অর্থাৎ বেশিরভাগই নির্ভুল৷ এছাড়া এনসাইক্লোপেডিয়া-ব্রিটানিকা'তে যত ভুল রয়েছে, তার চেয়ে উইকিপিডিয়ায় ভুলের সংখ্যা খুব বেশি নয়৷

এডওয়ার্ডকে জিজ্ঞাসা করেছিলাম কেন তিনি উইকিপিডিয়া ব্যবহার করেন৷ তিনি বললেন, ‘‘দৈনন্দিন কাজে বিভিন্ন তথ্য পাবার জন্য আমি উইকিপিডিয়া ব্যবহার করি৷ উইকিপিডিয়ার সবচেয়ে বড় গুণ হচ্ছে, সেখানে সবকিছুর একটা সুন্দর বর্ণনা পাওয়া যায়৷ যেটা একটা অনন্য ব্যাপার৷''

উইকিপিডিয়া থেকে যে শুধু ইংরেজিতে তথ্য পাওয়া যায় তা নয়৷ বিশ্বের মোট ২৭৬টি ভাষায় তথ্য পাওয়া যায়৷ এর মধ্যে বাংলাও রয়েছে৷ যদিও এখন পর্যন্ত সেখানে নিবন্ধের সংখ্যা খুব বেশি নয়৷ তবে ধীরে ধীরে এটা সমৃদ্ধ হচ্ছে৷ একদল তরুণ নিয়মিত সেখানে লেখা লিখে যাচ্ছেন৷ কিন্তু এজন্য কিন্তু তারা কোনো টাকা পাচ্ছেন না! শুধুমাত্র ভাল লাগা থেকেই নিজের ইচ্ছা অনুযায়ী তারা কাজটি করে যাচ্ছেন! এদেরকে বলা হয় ‘উইকিপিডিয়ান'৷

এমনই এক উইকিপিডিয়ান বেলায়েত হোসেনের কাছে জানতে চেয়েছিলাম, কেন তারা এ কষ্টটা করছেন৷ তিনি বললেন, ‘‘প্রথমে ভাল লাগা থেকে উইকিপিডিয়ায় লেখা শুরু করি৷ পরে যখন দেখলাম আমার লেখা অনেকে পড়ছেন, তখন আরও বেশি করে লেখার প্রতি আগ্রহ আসে আমার৷ এছাড়া বায়ান্নর ভাষা আন্দোলন আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে৷ কারণ ভাষার জন্য আমরা যুদ্ধ করলেও বর্তমানে ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষা সংকটাপন্ন৷ এছাড়া আগে ইন্টারনেটে যখন কোনো তথ্য খুঁজতাম, বাংলায় সেটা পেতাম না৷ এই বিষয়টি আমাকে বেশ পীড়া দিত৷ তাই আমি এখন চেষ্টা করে যাচ্ছি বাংলা নিয়ে কিছু একটা করার৷''

বেলায়েতের মত আপনিও পারেন বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে৷ একবার চেষ্টা করেই দেখুন না!

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন