1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অমর একুশে বইমেলার উদ্বোধনে শেখ হাসিনা, অমর্ত্য সেন

১ ফেব্রুয়ারি ২০১১

বাংলা একাডেমী চত্বরে মাস ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেছেন, বাংলাদেশ হবে একটি জ্ঞানভিত্তিক উদার গণতান্ত্রিক রাষ্ট্র৷

https://p.dw.com/p/108af
বইমেলার উদ্বোধনীতে অমর্ত্য সেন উপস্থিত ছিলেনছবি: AP

উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি অমর্ত্য সেন বলেছেন, ভাষা আন্দোলনের চেতনায় বাংলাদেশে একটি উদার সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে৷

বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নোবেল বিজয়ী বরেণ্য অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ তার উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়৷ এই বাঙালি কৃতি পুরুষ বলেন, ভাষা আন্দোলনের সঙ্গে যোগ রয়েছে বাঙালির স্বাধীনতা সংগ্রামের৷ আর সেই স্বাধীনতা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে৷ তিনি বলেন, এখানে একটি উদার সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে৷ ভাষা আন্দোলনের চেতনাকে তাই তারা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেনি৷ এটাকে আন্তর্জাতিক মাতৃভাষার চেতনায় রূপ দিয়েছে৷ সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বক্তৃতার একাংশে কথা বলেন তাঁর মাতৃভাষায় গারো ভাষায়৷

বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক কবির চৌধুরী বলেন, '৫২'র ভাষা আন্দোলন আমাদের সব ভাষাকে সম্মান করতে শিখিয়েছে৷ তাই ক্ষুদ্র জাতি সত্তা বা নৃ-গোষ্ঠীর ভাষাকে সমান গুরুত্ব দিতে হবে৷

প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে, বিশেষ করে তরুণ সমাজকে বই পড়ার আহ্বান জানান৷ তিনি বলেন বই আমাদের চেতনাকে শানিত করে৷ খুলে দেয় মনের দুয়ার৷ তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি জ্ঞানভিত্তিক উদার গণতান্ত্রিক দেশ৷ সেখানে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোন জায়গা থাকবেনা৷

শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গড়ে তোলার কথা বলেন, যেখানে সব ভাষা ও ভাষার ইতিহাস সংরক্ষণ করা হবে৷ প্রধানমন্ত্রী অমর একুশে বই মেলার উদ্বোধন শেষে অতিথিদের নিয়ে মেলা ঘুরে দেখেন৷ বই কেনেন এবং অতিথিদের বই উপহার দেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন