1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশে ফিরে সুবিচার আশা করলেন আফ্রিদি

৬ জুন ২০১১

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি রোববার যখন নিজ দেশে ফিরলেন হাজার হাজার ভক্ত সম্ভাষণ জানালো তাকে৷

https://p.dw.com/p/11V7d
বোর্ডের দেওয়া শৃঙ্খলাভঙ্গের নোটিশের শুনানিতে অংশ নিতে রোববার রাতে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন শহিদ আফ্রিদিছবি: picture alliance/dpa

আফ্রিদির সমর্থনকারী প্রায় ৩ হাজার মানুষ রোববার রাতে জড়ো হয় করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে৷ সেসময় তারা পিসিবি এবং পিসিবি'র চেয়ারম্যান ইজাজ ভাটের বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে৷ সেসময় আফ্রিদি আশা ব্যক্ত করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি'র সঙ্গে তাঁর সাম্প্রতিক বিরোধ মিটে যাবে এবং শেষ পর্যন্ত ন্যায়বিচার পাবেন তিনি৷

বোর্ডের দেওয়া শৃঙ্খলাভঙ্গের নোটিশের শুনানিতে অংশ নিতে রোববার রাতে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন শহিদ আফ্রিদি। একত্রিশ বছর বয়সি এই খেলোয়াড়ের হ্যাম্পশায়ারের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ প্রতিযোগিতায় খেলার কথা ছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণার পর পিসিবি গত সপ্তাহে ঐ খেলায় তার অংশগ্রহণের অনুমতি বাতিল করে৷

লাহোরে ৮ জুন পিসিবি'র গঠিত তিন সদস্যের শৃঙ্খলা কমিটির সামনে হাজির হবেন আফ্রিদি৷ আচরণবিধি লঙ্ঘনের জন্য সেখানে তার শুনানি হওয়ার কথা রয়েছে। শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা দেয়ার পর বোর্ডের সমালোচনা করায় আফ্রিদির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়৷ শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা দেয়ার সময় আফ্রিদি বলেছিলেন, পিসিবি'র বর্তমান নেতৃত্বের অধীনে তিনি খেলবেন না। তবে নতুন নেতৃত্বের অধীনে তার খেলতে আপত্তি নেই।


এদিকে বোর্ডের সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে সাবেক এই অধিনায়ক এরই মধ্যে দেশটির প্রভাবশালী রাজনীতিবিদদের সঙ্গেও যোগাযোগ করেছেন। বিশেষ করে লন্ডনে প্রেসিডেন্ট জারদারি ও বেনজির পুত্র বিলাওয়াল ভুট্টো ও সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দলীয় নেতা নওয়াজ শরিফের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে। এছাড়া আরো সঙ্কট সৃষ্টি হওয়ার আগে আফ্রিদি এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য প্রেসিডেন্টের প্রতি আহ্বানও জানিয়েছেন।

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক