ঢাকায় আগামী ২২ ফেব্রুয়ারী ডয়চে ভেলে শ্রোতা সম্মেলন | পাঠক ভাবনা | DW | 19.02.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ঢাকায় আগামী ২২ ফেব্রুয়ারী ডয়চে ভেলে শ্রোতা সম্মেলন

জার্মান আন্তর্জাতিক বেতার ‘ডয়চে ভেলে’-র বাংলা বিভাগ আগামী ২২ ফেব্রুয়ারী সকাল ১১টায় ঢাকাস্থ জার্মান কালচারাল সেন্টার, গোয়েটে ইনিস্টিটিউটে শ্রোতা সম্মেলন আয়োজনের ঘোষণা করেছে৷

অমর একুশে গ্রন্থমেলায় ডয়চে ভেলে৷

অমর একুশে গ্রন্থমেলায় ডয়চে ভেলে৷

সফলতার সঙ্গে ২০০৮ সাল অতিক্রমের পর নতুন বছরে প্রারম্ভেই এই সম্মেলনের ঘোষণা করল ডয়চে ভেলে৷ ২০০৮ সালে ডয়চে ভেলে বাংলা বিভাগ তার শ্রোতা এবং পাঠকদের কাছ থেকে রেকর্ড সংখ্যক চিঠি, এসএমএস, ই-মেইল, ভয়েস মেইল এবং টেলিফোন কল পেয়েছে৷

ডয়চে ভেলে-র দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস এই প্রসঙ্গে বলেছেন, আঞ্চলিক, ইউরোপীয় এবং আন্তর্জাতিক সংবাদের জন্য এক নির্ভরযোগ্য সূত্র বাংলা বিভাগের ওয়েবসাইট www.dw-world.de/bengali ৷

Grahame Lucas

২২ ফেব্রুয়ারি ঢাকায় শ্রোতা সম্মেলনে উপস্থিত থাকবেন ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস৷

ক্রমশই এই ওয়েবসাইটের জনপ্রিয়তা বাড়ছে৷ ২০০৮ সালে ইউরো কাপ, অলিম্পিক গেমস, মুম্বইয়ে সন্ত্রাসী হামলা, মার্কিন নির্বাচন, বাংলাদেশের নির্বাচনসহ বিভিন্ন সময়ে ওয়েবসাইটটিতে বিপুল পাঠকের সমাগম লক্ষ্যণীয় ছিল৷

গোয়েটে ইনিস্টিটিউটে অনুষ্ঠিতব্য শ্রোতা সম্মেলনে ডয়চে ভেলের পাঠকরা বাংলা বিভাগের রেডিও অনুষ্ঠান এবং ওয়েবসাইট সম্পর্কে মুক্তভাবে মতামত প্রকাশের সুযোগ পাবেন৷ সম্মেলনে মিডিয়া জগতের সাম্প্রতিক ধারা ও পরিবর্তন এবং একইসঙ্গে কমিউনিটি রেডিও এবং কমিউনিটি ব্লগিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে৷

আপনারা সবাই এই শ্রোতা সম্মেলনে আমন্ত্রিত৷

২২ ফেব্রুয়ারীর শ্রোতা সম্মেলন প্রসঙ্গে ডয়চে ভেলে বাংলা বিভাগের শ্রোতাদের যোগাযোগের অনুষ্ঠান মেইল বক্স-এর সম্পাদক ও ফিডব্যাক কো-অর্ডিনেটর নুরুননাহার সাত্তার বলেন, শ্রোতাদের চাওয়া পাওয়ার দিকে ডয়চে ভেলে কর্তৃপক্ষ সবসময়ই গুরুত্ব দিয়ে এসেছে৷ ২০০৭ ও ২০০৮ – এ ঢাকার জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত সফল শ্রোতা সম্মেলনের পর ২২শে ফেব্রুয়ারী ডয়চে ভেলে আবার শ্রোতা সম্মেলনের আয়োজন করেছে৷

তিনি বলেন, শ্রোতাদের দাবী ছিলো বিশ্বসংবাদের সময়সীমা বাড়াতে হবে, প্রতিদিন খেলাধুলার খবর প্রচার করতে হবে আর দক্ষিণ এশিয়ার খবরাখবর অবশ্যই বেশি থাকতে হবে৷

3 Hörertreffen,Dhaka,Bangladesh

২০০৮ সালের শ্রোতা সম্মেলন

শ্রোতাদের এই দাবী ডয়চে ভেলে অল্পদিনের মধ্যেই মেটাতে সক্ষম হয়েছে৷ আরো দাবী ছিলো এসএমএস ব্যবস্হা চালু করার৷ সে দাবীও পূরণ করা হয়েছে৷ যার ফলশ্রুতিতে আমরা পাচ্ছি চিঠির পাশাপাশি প্রতিদিনই আমাদের অনুষ্ঠান ও ওয়েবসাইট সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো শত শত এসএমএস৷ শুধু তাই নয় প্রতিদিনই পাচ্ছি শ্রোতাদের ভয়েস মেইল আর অসংখ্য টেলিফোন৷

তিনি আরো বলেন, গতবারের মত এবারও শ্রোতা সম্মেলনে উপস্হিত শ্রোতাবন্ধুদের জন্য অবশ্যই থাকবে আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ৷

গত বছর শ্রোতা সম্মেলনে শ্রোতারা অমর একুশে গ্রন্থমেলায় ডয়চে ভেলের আনুষ্ঠানিক উপস্থিতি দেখতে চেয়েছিলেন৷ তাদের সেই চাহিদার প্রেক্ষিতে এ বছর অমর একুশে গ্রন্থমেলায় অংশ নিয়েছে ডয়চে ভেলে৷

এই মুহূর্তে ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটে শিক্ষার্থীদের জন্য এক বিশেষ প্রতিযোগিতা চলছে যাতে অংশ নিয়ে এক মাসের জন্য বিনা খরচে জার্মানি ভ্রমণের সুযোগ পাওয়া যেতে পারে৷ এছাড়া ওয়েবসাইটটির বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ তো রয়েছেই৷ শুধু তাই নয়, জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ‘ফেসবুক'এও পাওয়া যাবে ডয়চে ভেলে বাংলা বিভাগের আনুষ্ঠানিক উপস্থিতি৷

নির্বাচিত প্রতিবেদন

ইন্টারনেট লিংক