1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্লিমটের পেইন্টিং ৩৭৬ কোটি টাকায় বিক্রি

২৭ এপ্রিল ২০২৪

অস্ট্রিয়ান শিল্পী গুস্তাভ ক্লিমটের ‘পোর্ট্রেট অব মিস লিজার' পেইন্টিং বুধবার ভিয়েনায় এক নিলামে সাড়ে ৩৭৬ কোটি টাকায় বিক্রি হয়েছে৷

https://p.dw.com/p/4fFR6
ক্লিমটের আঁকা ছবির নিলাম হল অস্ট্রিয়ায়
ভিয়েনার ব্যবসায়ী লিজার পরিবার ক্লিমটকে পোর্ট্রেটটি আঁকার জন্য বলেছিল৷ছবি: Joe Klamar/AFP/Getty Images

ভিয়েনার ব্যবসায়ী লিজার পরিবার ক্লিমটকে পোর্ট্রেটটি আঁকার জন্য বলেছিল৷ নাৎসি আমলে ইহুদি ঐ পরিবার নিপীড়নের শিকার হয়৷

১৯১৭ সালের মে মাসে পোর্ট্রেটটি আঁকা শুরু করেছিলেন ক্লিমট৷ ১৯১৮ সালের ফেব্রুয়ারি মাসে ক্লিমট মারা যান৷ তাই পোর্ট্রেটের কিছু কাজ বাকি থেকে গিয়েছিল৷

পোর্ট্রেটটি হারিয়ে গিয়েছে বলে অনেকদিন মনে করা হত৷ কিন্তু এটি আসলে কয়েক দশক ধরে ভিয়েনায় এক ব্যক্তির ভিলাতে ঝুলানো ছিল বলে নিলাম প্রতিষ্ঠান ইম কিনস্কি জানিয়েছে৷

গুস্তাভ ক্লিমটের ছবির নিলাম চলছে
কয়েক দশক ধরে ভিয়েনায় এক ব্যক্তির ভিলাতে ঝুলানো ছিল ক্লিমটের আঁকা ছবি।ছবি: Leonhard Foeger/REUTERS

পেইন্টিংটির বর্তমান মালিক তার এক দূর-সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে দুই বছর আগে পোর্ট্রেটটি পেয়েছিলেন৷

গতবছর ক্লিমটের ‘লেডি উইথ এ ফ্যান'পেইন্টিংটি লন্ডনে নিলামে এক হাজার ১১ কোটি টাকায় বিক্রি হয়েছিল৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)