1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারাল ভারত

১২ জুন ২০১১

রোহিত শর্মার ৮৬ রানের দৌলতে শনিবার ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে হারিয়েছে ভারত৷ ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ৩-০’তে এগিয়ে ভারত৷ এর আগে, প্রথমে ব্যাট করে ভারতকে ২২৬ রানের লক্ষ্য বেঁধে দেয় ওয়েস্ট ইন্ডিজ৷

https://p.dw.com/p/11YrD
জয়ের জন্য ভালো ভূমিকা নিয়েছেন হরভজন সিংছবি: AP

অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সফরকারী ভারতের অধিনায়ক সুরেশ রায়না৷ ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেলের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২২৫ রান করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ৷ মাত্র ৯৬ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা৷ তবে তাদের খেলায় ফেরান উইকেট কিপার কার্লটন বগ ও জ্যামাইক্যান তারকা রাসেল৷ অষ্টম উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ৭৮ রান৷
শেষ পর্যন্ত ৯২ রানে অপরাজিত থাকেন ৯ নম্বর ব্যাটসম্যান রাসেল৷ নিজের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে দলকে বাঁচান ভরাডুবির হাত থেকে৷ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৪৯ রানের ইনিংসটি ছিল এতোদিন সর্বোচ্চ৷ আগের পাঁচ ম্যাচে সব মিলিয়ে করেছিলেন ৫৫ রান৷ তবে শনিবার ভারতের বিপক্ষে মাঠে নেমে ৮টি চার ও ৫টি ছয় মেরে তুলে নেন ৮৪ রান৷

অবশ্য, স্বাগতিকদের কিছুটা ভালো অবস্থানে নিয়ে আসেন লেন্ডল সিমন্স ও রামনরেশ সারওয়ান৷ অমিত মিশ্রর বলে বিরাট কোহলির হাতে ধরা পড়ার আগে সিমন্স রান তুলে নেন ৪৫টি৷ রান আউটের শিকার সারওয়ানের সংগ্রহ ২৮ রান৷ দলীয় ৬৫ রানের মাথায় সারওয়ান দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার পর ৩১ রান যোগ করতে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ৷
যাহোক, ২২৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ২২ বল বাকি থাকতেই সহজ জয় লাভ করে ভারত৷ হরভজন সিং এর সাথে শর্মার ৮৮ রানের জুটি সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেয় ভারতকে৷ হরভজনের ব্যাট থেকে আসে ৪১ রান৷ এরপরই রাসেলের বলে বগের হাতে ধরা পড়েন হরভজন৷ হরভজনের শূন্যতা পূরণ করতে আসেন প্রবীণ কুমার৷ অপরাজিত প্রবীণের সংগ্রহ ২৫ রান৷ ওয়েস্ট ইন্ডিজের সাথে তাল মিলিয়ে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ওপেনার ব্যাটসম্যান পার্থিব পাটেল, ৪৬৷

ভারতের পক্ষে অমিত মিশ্র ও মুনাফ প্যাটেল ৩টি করে উইকেট নেন৷ এজন্য মিশ্র খরচ করেন ২৮ এবং মুনাফ ৬০ রান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়