1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এভারেস্টের সঙ্গে ‘বাঙালি’র সখ্যতা নতুন নয়

২৮ মে ২০১০

বাঙালি এবং বাংলাদেশি – এই সত্তার সঙ্গে জড়িত ২৫ কোটি মানুষ আর রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে ১৬ কোটি৷ ২৩ মে মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জিতে বাঙালিকে এই পর্বতের সঙ্গে আরো ঘনিষ্ঠ করেছেন৷ বাড়িয়েছেন বাঙালির গৌরব৷

https://p.dw.com/p/NbwI
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

তবে এভারেস্টের সঙ্গে বাঙালি'র সখ্যতা একেবারে নতুন নয়৷ বরং অনেকেই দাবি করেন, এভারেস্টের নামটাই হওয়া উচিত ছিল কোন এক বাঙালি'র নামে৷ কেন? সেটা জানতে হলে যেতে হবে একেবারে গোড়াতে৷ ১৮৫২ সালে বাঙালি গণিতজ্ঞ এবং পর্বত পরীক্ষক রাধানাথ সিকদার সর্বপ্রথম এভারেস্টকে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত হিসেবে সনাক্ত করেন৷ তিনি তৎকালীন সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া জর্জ এভারেস্ট'এর অধীনে ব্রিটিশ সার্ভে বিভাগে চাকরি শুরু করেন৷ তবে তাঁর সেই কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি মিলেছিল কয়েকবছর পর, কারণ বারবার সেটি সঠিক কিনা পরীক্ষা করে দেখা হচ্ছিল৷ সেসময় এভারেস্ট সবচেয়ে উঁচু কিনা তা নিয়ে গবেষণা করেছেন আরো কয়েকজন৷ কিন্তু শেষমেষ কিন্তু বাঙালির কথাই সত্যি হলো৷ এবার বলুন, এভারেস্টের নামটা যদি ‘মাউন্ট রাধানাথ' হতো, তাহলে কি খুব অযৌক্তিক লাগতো? কিন্তু না, সেটা হয়নি৷ জর্জ এভারেস্ট'এর নামটিই চির অমর হয়ে রইলো৷

Musa Ibrahim
মুসা ইব্রাহীমছবি: NACB

না, এখানেই শেষ নয়৷ বাঙালি জাতি শুরুতেই এভারেস্ট'এর নামকরণ থেকে বঞ্চিত হলেও এভারেস্ট জয়ের চর্চা কিন্তু থেমে ছিলনা৷ সে আলোচনায় যাবার আগে আরেক গল্প শুনুন৷ আচ্ছা বলুন তো, বিশ্বের সর্বপ্রথম এভারেস্ট জয়ীর নাম কী? চটপট বলে দিলেন তো, যে এডমন্ড হিলারি ১৯৫৩ সালে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন৷ ঠিকই বলেছেন, কিন্তু তাঁর সঙ্গে আরেকজন ছিলেন – তাঁর নাম তেনজিং নোরগে৷ তিনি ছিলেন একজন শেরপা৷ না, তিনি বাঙালি ছিলেন না, তবে শেষ বয়সটায় কিন্তু বাঙালি ভূখণ্ড মানে পশ্চিমবঙ্গের দার্জিলিং-এ কাটিয়েছেন তিনি৷ জানতেন কয়েকটি ভাষা৷ তাই একেবারে সরাসরি না হলেও, প্রথম এভারেস্ট জয়ের সঙ্গেও ঘুরিয়ে-পেঁচিয়ে বাঙালির নাম জোড়া অসম্ভব কী!

Sardar Tenzing Norgay und Edmund Hillary
হিলারির সঙ্গে তেনজিং নোরগেছবি: AP Photo

চলুন এবার সরাসরি কয়েক বাঙালিকে জুড়ি এই তালিকায়৷ প্রথম সাধারণ বাঙালি হিসেবে মাউন্ট এভারেস্ট চূড়া জয় করেছেন পশ্চিমবঙ্গের বসন্ত সিংহ রায় এবং দেবাশিষ বিশ্বাস৷ মাত্র কয়েকদিন আগে – অর্থাৎ ১৭ মে তাঁরা এভারেস্টের চূড়ায় ওঠেন৷ অবশ্য তাঁদেরও আগে ২০০৪ সালে আরো দুই বাঙালি এভারেস্ট জয় করেছিলেন, তবে তাঁরা ছিলেন এক সেনা অভিযানের অংশীদার৷

দেখলেন তো, এভারেস্টের সঙ্গে বাঙালির যোগ আজ থেকে নয়৷ তবে, বাংলাদেশের ইতিহাসে, বাঙালির ইতিহাসে কিন্তু প্রথম এভারেস্ট জয়ী বাংলাদেশি মুসা ইব্রাহীম এবং তাঁর এই জয় বিশেষ গৌরবের কারণ৷ আর তাই, এবছর ২৯ মে, ‘এভারেস্ট ডে' বাঙালির জন্য কিছুটা বেশীই গর্বের৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন